ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজে ফিরল পুলিশ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১১:৩৫ এএম

কুয়াকাটা সমুদ্র সৈকত পরিস্কার করছে ছাত্র-জনতা ও পুলিশ। ছবি: ভোরের কাগজ
ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যদিয়ে কাজে ফিরেছে মহিপুর থানা পুলিশ। সোমবার (১২ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও মহিপুর থানা পুলিশ এবং কুয়াকাটা পৌর বিএনপির যৌথ উদ্যোগে সমুদ্র সৈকতে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় লোকজন ও পর্যটকরাও। তবে এখনো কাজে ফেরেনি টুরিস্ট পুলিশ।
কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে শুরু করে ফিশফ্রাই মার্কেট পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
আরো পড়ুন: শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে
এসময় উপস্থিত ছিলেন, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদার। ঢাবি সমন্বয়ক শহিদুল ইসলাম সৈকত, রফিকুল ইসলাম, রাকিব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. ইমরান হোসেন, ৭ কলেজ সমন্বয়ক শামিম রেজা, মোহাম্মদ মহিমসহ কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।