মদনে নৌযান মালিকদের ২ লাখ টাকা জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০১:৪০ পিএম

জব্দকৃত নৌযান
নেত্রকোণার মদনে শনিবার রাতে নৌযানের রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স না থাকার অপরাধে ৮ নৌযান মালিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বুলবুল আহমেদ।
দণ্ডপ্রাপ্ত ট্রলার মালিক বাজিতপুর উপজেলার মো. আতিক মিয়া, নাছির মিয়া, খলিলুর রহমান, ইব্রাহিম মিয়াকে ১লাখ ২০ হাজার টাকা, সুনামগঞ্জ জেলার আরসাদুল, মুর্ত্তজ আলীকে ৫০ হাজার, মুন্সিগঞ্জ জেলার রাসেল দেওয়ানকে ২০ হাজার টাকা ও পিরোজপুর জেলার আব্দুল গাফফারকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বুলবুল আহমেদ জানান, নৌযানের রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স না থাকার অপরাধে অভ্যন্তরীণ নৌযান ও পরিবহন অধ্যাদেশ ১৯৭৬ সনের আইন মোতাবেক ৮ নৌযান মালিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।