×

সারাদেশ

টেকনাফে নৌকাডুবি, ৫ রোহিঙ্গার লাশ উদ্ধার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

টেকনাফে নৌকাডুবি, ৫ রোহিঙ্গার লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

   

মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে দুটি নৌকাডুবির ঘটনায় আরো ৫ রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬জনে। মৃতদের মধ্যে ১৫জন নারী, ১৬শিশু ও ৫জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আরো ৫ জনের লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে ১জন নারী, ১জন শিশু ও ২জন পুরুষসহ ৪টি লাশ উদ্ধার হয়। অন্যদিকে, শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া সমুদ্রসৈকত থেকে ১জন বয়স্ক নারীসহ সর্বমোট ৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন: পটুয়াখালীতে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান। জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে লাশ উদ্ধারের বিষয়টি জেনেছি। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশগুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

সাবরাং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, নাফ নদী ও সাগর তীরবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে রাতের আঁধারে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে ঢেউ ও ঝড়ের কবলে পড়ে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ থাকা মানুষের লাশ ভেসে আসতে শুরু করেছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশে সঙ্গে কথা বলে ভেসে আসা লাশগুলো বেওয়ারিস হিসেবে দাফনের সিদ্ধান্ত হয়েছে।

গত সোমবার রাতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর সাঁতরে কূলে ওঠা কয়েকজন স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, একটি নৌকায় ২০-২৫ জন এবং অন্যটিতে ২৯জনের মতো যাত্রী ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App