×

সারাদেশ

শাবিপ্রবি

শিক্ষার্থীদের সঙ্গে সড়কে নামলেন অভিভাবকরা

Icon

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১০:২৩ পিএম

 শিক্ষার্থীদের সঙ্গে সড়কে নামলেন অভিভাবকরা

ছবি : সংগৃহীত

   

ডিবি কার্যালয়ে সমন্বয়কদের ‘জিম্মি’ করে বিবৃতি আদায়, দেশজুড়ে শিক্ষার্থী গুম ও গ্রেপ্তারকৃতদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সিলেটের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জনগণ ও অভিভাবকরা।

সোমবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সিলেটের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদেরও কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলটি শাবিপ্রবির মূল ফটকের সামনের গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

আরো পড়ুন : লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব দাও’, ‘গুলি করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দাও’, ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার; কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার’, ‘দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘খুনি তোদের রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই’ প্রভৃতি স্লোগান দেয়।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আগে থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে অবস্থান নেয় এবং শিক্ষার্থীদের বিক্ষোভের সময় গেইটে ভিতরের দিকে পুলিশ, বিজিবি, ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা অবস্থান করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা খুনির কাছে খুনের বিচার চাওয়ার জন্য এখানে আসিনি। জহির রায়হান বলেন, সাহেব কারাগার বড় করেন, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো। সরকার তোমাকে বলি, সারা বাংলাদেশ কারাগার বানিয়ে ফেলো। নয়তো জায়গা দিতে পারবা না।

তারা আরো বলেন, দেশে গণহত্যার হিড়িক চলছে। নির্বিচারে গুলি করছে। আমাদের সমন্বয়কদের তুলে নিয়ে যাচ্ছে। যদি এগুলো বন্ধ না হয়, যদি ৯ দফা বাস্তবায়ন না হয়, তাহলে ছাত্র সমাজে এক দফা দিবে।

বিক্ষোভে অংশ নেয়া অভিভাবক শরীফা বেগম বলেন, বাচ্চারা আন্দোলন করছে। তাদের এভাবে দেখে ঘরে বসে থাকতে পারি না। তাই তাদের সঙ্গে একাত্মতা জানানোর জন্য আমি মিছিলে এসেছি। বাচ্চাদের পাখির মতো গুলি করে মারা হলো। এটা বেদনাদায়ক। আমরা এর দ্রুত সমাধান চাই।

এসময় অভিভাবক ও স্থানীয়রা শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App