×

সারাদেশ

হামলাকারীদের হাত গুড়িয়ে দেয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১০:৩০ পিএম

হামলাকারীদের হাত গুড়িয়ে দেয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

   

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শনিবার (২৭ জুলাই) দুপুরে মাদারীপুরে এক মতবিনিময় সভায় মিলিত হন। রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় আয়োজিত ওই মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সভায় বক্তৃতাকালে মন্ত্রী বলেন, যে হাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন দিয়েছে সে হাত শুধু ভেঙে গুঁড়িয়ে দিলেই হবে না, এর বেশি তাদের চরম শাস্তি দিতে হবে। যারা মাদারীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, অডিটোরিয়াম ও পেট্রলপাম্পসহ অনেক কিছু ধ্বংস করেছে দুর্বৃত্তরা। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না, আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবো। 

যেখানে আওয়ামী লীগের ঘাঁটি আজীবন, সেখানে জামায়াত, বিএনপি, শিবির, ছাত্রদলসহ স্বাধীনতাবিরোধীরা এতো শক্তি কোথা থেকে পেল সেটা খতিয়ে দেখতে হবে। যোগ করেন মন্ত্রী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান (এমপি)। 

রাজৈর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন মিয়া সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আ ফ ম ফুয়াদ, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারুল, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

আরো পড়ুন: ঢাকায় সমাবেশ করবেন বীর মুক্তিযোদ্ধারা

অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজির ও যুবলীগের আহবায়ক রেজন মিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App