ভুয়া ডাক্তার আটক!

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৯ পিএম
-66a4dc85b8d76.jpg)
ভুয়া ডাক্তার আটক। ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারীতে হক ডায়াগনস্টিক সেন্টার থেকে শহিদুল ইসলাম (৩১) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক শহিদুলকে ৬ মাসের জেল ও অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১ টায় হক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রৌমারী থানা পুলিশের কাছে আটক ভুয়া ডাক্তারকে হস্তান্তর করা হয়। শহিদুল ঢাকার দক্ষিণ খানের কাওলা বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল লতিফ। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাসেল ডিও। আটক হওয়া ডাক্তার শহিদুল ইসলামকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরেই ভুয়া ডাক্তার শহিদুল, হক ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছিলেন। এক অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তার সকল কাগজপত্র যাচাই করে দেখা যায় সেগুলো সবই ভুয়া।
অভিযানের পর শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এসময় উপস্থিত ছিলেন রৌমারী আবাসিক মেডিক্যাল অফিসার শাহাদৎ হোসেন শিমুল এসআই ফাইসালসহ অভিযানে আসা পুলিশ সদস্যরা। পরে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় শহিদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়। মামলা নম্বর ১৫/২৪।
আরো পড়ুন: লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
রৌমারি আবাসিক মেডিক্যাল অফিসার শাহাদৎ হোসেন শিমুল বলেন, শহিদুল ইসলাম ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি আসনে ডাক্তারি পাস করতে পারেননি। অন্যের সার্টিফিকেট ব্যবহার করে তিনি ডাক্তারি করছিলেন।
স্থানীয়দের অভিযোগ, কিছুদিন ধরেই হক ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন ভুয়া ডাক্তার শহিদুল। ফলে এখানে চিকিৎসা নিতে আসা লোকজন প্রতারিত হচ্ছিলেন।