শাবিপ্রবির প্রধান ফটকের নাম ঘোষণা ‘শহীদ রুদ্র তোরণ’

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১১:৫৭ এএম

ছবি: সংগৃহীত
কোটা আন্দোলনে শহীদের নাম স্মরণীয় করে রাখতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের নাম ‘শহীদ রুদ্র তোরণ’ ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জন্য দোয়া শেষে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায়ে গণসংযোগ করে। পরে দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকের নাম 'শহীদ রুদ্র তোরণ' ঘোষণা দেয়।
এরপর স্লোগান দিয়ে মিছিল নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় গণসংযোগের জন্য ছড়িয়ে পরে।
আরো পড়ুন: কোটাবিরোধীদের সঙ্গে কলকাতার শিক্ষার্থীদের ‘সংহতি’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় গেটে অবস্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী আসাদুল্লাহ আল-গালিব বলেন, আমাদের সাংবিধানিক আন্দোলনে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিজিটাল ক্রাকডাউনের মাধ্যমে গোটা দেশে ধংসাত্মক নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে এই আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন নয়, এই আন্দোলন নিরাপদ বাংলাদেশ গড়ার আন্দোলন। যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক শহীদের, প্রত্যেক আহতের হিসাব দেয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের বিরুদ্ধে মামলা তুলে না নেয়া হচ্ছে, আমাদের যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে ফিরিয়ে না দেয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
শিক্ষার্থীদের কর্মসূচি শুরুর আগেই বিশ্ববিদ্যালয় গেটের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে পুলিশ অবস্থান নিয়ে ছিল। প্রায় ৩০ মিনিট কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা ফিরে যান। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় পালাতে গিয়ে বিশ্ববিদ্যালয়স্থ সুরমা এলাকার খাল পার হতে গিয়ে পানিতে ডুবে মারা যান সিইপি (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন। তিনি দিনাজপুরের পাহাড়পুর এলাকার সুবীর সেনের ছেলে।