গুরুদাসপুরে ৫৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৮:০৭ পিএম

ছবি: ভোরের কাগজ
নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও একটি পিকআপসহ ড্রাইভার আব্দুল কাদের ও হেলপার আবুল নামের দুইজন চোরা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্টের মাধ্যমে তাদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাছিকাটা বিশ্বরোডের উত্তর পাশে শ্রীমনি ওয়ার্কসপের সামনে চেকপোষ্ট স্থাপন করে একটি পিকআপ গাড়ি আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে বিশেষ প্রক্রিয়ায় সাজানো ২৮ প্যাকেটে মোট ৫৬ কেজি গাঁজাও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার জগতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল কাদের (৪০) ও বরগুনা জেলার আমতলী থানার হড়িদ্রবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তার গাজীর ছেলে মো. আবুল বাশার (৩৪)। সেই সঙ্গে একটি নীল রংয়ের পিকআপ গাড়ি, দুইটি বাটন ফোন উদ্ধার করা হয়।
আরো পড়ুন: পাবনায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
গুরুদাসপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, এসআই মো. শাহজাহান আলীর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গুরুদাসপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযানের ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকা হতে রাজশাহীর দিকে যাচ্ছে। বিষয়টি পুলিশ সুপার তারিকুল ইসলামকে জানালে তার দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, সিংড়া সার্কেলের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এসআই মো. শাহজাহান আলী তার সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকেলে তাদের আটক করে।
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা পিকআপ গাড়িটি ব্যবহার করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির জন্য হবিগঞ্জ থেকে রাজশাহী জেলার উদ্দেশ্যে যাচ্ছিল বলে স্বীকার করে। পিকআপ গাড়িটি থানায় রয়েছে। ৫৬ কেজি গাাঁজা কোর্টে জমা দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক ও চুরি মামলা রয়েছে।