×

সারাদেশ

জমি চাষ করতে যাওয়ায় হাতুড়িপেটা, একজনের মৃত্যু

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:৩৮ পিএম

জমি চাষ করতে যাওয়ায় হাতুড়িপেটা, একজনের মৃত্যু

জমি চাষ করতে যাওয়ায় হাতুড়িপেটা, একজনের মৃত্যু। ছবি: সংগৃহীত

   

বাউফলের বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে জমি চাষ করতে গিয়ে প্রতিপক্ষের হাতুড়িপেটায় গুরুতর আহত হন পরেশ বিশ্বাস(৩৫)। পরে তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (১৩ জুলাই) বিকেল ৬ টায় তরি মৃত্যু হয়। 

এ ঘটনায় আহত হয় আরো দুই নারী। আহতরা পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১০ জুলাই) সকালে এ হাতুড়িপেটার ঘটনাটি ঘটে।

জানা যায়, ১০ জুলাই বুধবার বাউফলের বগা ইউপির চন্দনবাড়িয়া গ্রামের পরেশ বিশ্বাস তার জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ ফারুক সিকদার (৪৮), কবির সিকদার (৪৫), হারুন সিকদারসহ (৪০) অন্যান্যরা বাধা দেয়। এসময় তাদেরকে হাতুড়ি, লোহার রড, জিআই পাইপ ও রামদা দিয়ে পিটিয়ে জমি থেকে উঠিয়ে দেয়া হয়। 

প্রতিপক্ষের মারধরে নারীসহ ৩ জন গুরুতর জখম হন। পরে স্বজনরা আহতদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা করান। আহতদের মধ্যে পরেশ বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে শনিবার বেলা ১১ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৬ টায় পরেশের মৃত্যু হয়। আহত মানবিকা বিশ্বাস (৫০) ও পলাশি বিশ্বাস (৩০) এখনো পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরো পড়ুন: ঋণ পরিশোধ না করায় আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ঘটনার পর থানায় অভিযোগ করতে বলা হয়েছিল। কিন্তু ভুক্তভোগীরা অভিযোগ না করে পটুয়াখালী চলে যায়। এখন জেনেছি আহত পরেশ বিশ্বাস মারা গেছেন। স্বজনদেরকে নিহতের মরদেহ পোস্টমর্টেম করে নিয়ে আসতে বলা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App