লাকসামে শিশুদের মাঝে ২ হাজার গাছের চারা বিতরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৮:৫২ পিএম

ছবি: ভোরের কাগজ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছের চারা বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি। বুধবার (১০ জুলাই) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী।
লাকসাম উপজেলার বাকই, মুদাফরগঞ্জ, কান্দিরপাড় ইউনিয়ন ও পৌরসভার তিনটি ওয়ার্ডে প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষুধি গাছের চারা বিনামুল্যে বিতরণ করা হয়।
এর আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি দীর্ঘ ১৯ বছর ধরে লাকসামে শিশুদের নিয়ে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, সেনিটেশন, শিশু সাংবাদিকতা ও বাল্য বিয়েসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কাজ করেছে। এ বছরের সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির সকল কার্যক্রমের সমাপ্তি ঘটবে লাকসামে। এরই অংশ হিসেবে শিশুদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি ম্যানেজার শেলী তেরেসা কস্তা'র সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাশ, যুব উন্নয়ন অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি উপ-সহকারি অফিসার মো. আল আমিন, বাকই ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুদাফরগঞ্জ শিশু ফোরামের সভাপতি তাহমিনা আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির স্পন্সরশীপ সিস্টেম সাপোর্ট এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার লিজা হালদার, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার প্রমিতসন রিচিল, ইয়ং প্রফেশনাল ইন্টার্ন ফ্লোরা তিথি চৌধুরী, মুক্তা রানী রায়, চেলসি ভেরোনিকা রেমা প্রমূখ।