নির্মাণের ১০ দিনও পার হয়নি, সামান্য খোঁচাতেই উঠে যাচ্ছে পিচ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৭:৫০ পিএম
এভাবেই পায়ের খোঁচা কিংবা হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ। সড়কটির নির্মাণ কাজ শেষ হয়েছে ১০ দিনও হয়নি। তাতেই উঠে যাচ্ছে সড়কের পিচ।
সড়কের এমনই চিত্র ধরা পড়েছে পটুয়াখালীর মহিপুরে। সদর ইউনিয়নের সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত ৩.৩ কিলোমিটার সড়কটির এমন দুরাবস্থায় বলে দিচ্ছে কতটা নিম্নমানের সামগ্রী সড়ক নির্মাণে ব্যবহার করা হয়েছে। মাটির উপর সরাসরি পিচ ঢালাই করায় সড়কের এমন অবস্থা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ করে শহীদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কলাপাড়া উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তা, প্রকৌশলী ও ঠিকাদারের অনিয়ম দুর্নীতির কারণে সড়কের এমন বেহাল অবস্থা হয়েছে। এতে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী।
তবে এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. সাদেকুর রহমান।
ইতোমধ্যে সড়কটির তদারকি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন করে সড়কটি নির্মাণেরও নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান।