রাবির ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা

রাবি প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:১৮ পিএম

ছবি: ভোরের কাগজ
২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা হয়েছে মোট ৫১৮ কোটি ৯৫ লাখ টাকা। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ। এতে গবেষণায় বরাদ্দ দেয়া হয় ১৪ কোটি ২ লাখ টাকা, যা বাজেটের ২.৭ শতাংশ। আর বেতন-ভাতা ও পেনশনে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেয়া হয় ৩৯৩ কোটি ৭৪ লাখ টাকা, যা বাজেটের ৭৫.৮৭ শতাংশ।
গত রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ৫৩২তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন দেয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরো পড়ুন: সাত স্কেলের মূল্যায়নে থাকছে গ্রেডও
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ১৪ কোটি ২ লাখ, স্বাস্থ্য ও সেবা খাতে ৪৭ লাখ, মূলধন খাতে ২৩ কোটি ২১ লাখ, পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৪৪ লাখ, বেতন ও ভাতাদি খাতে ৩০০ কোটি ৮৯ লাখ, পেনশন বাবদ ৯২ কোটি ৮৫ লাখ ও অন্যান্য বরাদ্দ ৩ কোটি ৭ লাখ টাকা। এবার গবেষণা খাতে সর্বাধিক বরাদ্দ প্রদান করা হয়েছে।