নাফ নদী থেকে আইস উদ্ধার

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০১:২৬ পিএম

নাফ নদী থেকে আইস উদ্ধার। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর হাড়িয়াখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। তবে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার (২৯ জুন) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের হাড়িয়াখালী সীমান্তে এই অভিযান পরিচালনা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
জানা যায়, নাফ নদীর হাড়িয়াখালী এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এসময় নাফ নদী হয়ে একটি বস্তা নিয়ে ৩ জনকে আসতে দেখেন বিজিবি সদস্যরা। পরে তাদেরকে চ্যালেঞ্জ বস্তা ফেলে পালিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। এসময় বস্তা থেকে ২ কেজির বেশি মাদক ক্রিস্টাল মেথ আইস ও কিরিচ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে বলে জানান মহিউদ্দীন আহমেদ।
আরো পড়ুন: ঈদের দিন ফেনীতে ৪টি মরদেহ উদ্ধার