×

সারাদেশ

পিস্তল দেখিয়ে জমি দখলের চেষ্টা, থানায় জিডি

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০২:১২ পিএম

পিস্তল দেখিয়ে জমি দখলের চেষ্টা, থানায় জিডি

ছবি: ভোরের কাগজ

   

পিস্তলের ভয় দেখিয়ে অসহায় আনোয়ার হোসেনের পৈত্রিক সম্পত্তি জবর দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির বিরুদ্ধে। দখল চেষ্টার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, শব্দ করে প্রতিমন্ত্রী জাকির হোসেন উচ্চস্বরে বলেন ‘যাই (যে) কথা কবো (বলবে) ওক (তাকে) পিটান (মারধর) দেয়া লাগবো আজকে, পাগলামির কি আছে এইটা (পিস্তল) ওদের জন্যই কেনা, ওই সালার গেরে মারার জন্য কিনছি, পুলিশ আসবে আসবে।’

এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন বাদি হয়ে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, তাঁর স্ত্রী সুরাইয়া সুলতানা এবং পুত্র সাফায়াত বিন জাকির ওরফে সৌরভের নাম উল্লেখ করে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  

এছাড়াও প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে ভুক্তভোগীর ৪৫ শতাংশ জমি অবৈধভাবে দখলে নেয়ার অভিযোগ থাকলেও ভুক্তভোগী প্রতিমন্ত্রীর ক্ষমতা থাকাকালীন সময়ে এর কোন প্রতিকার পায়নি।

আরো পড়ুন: মাদ্রাসা ছাত্রদের টার্গেট করতো আরিফ

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রৌমারী গ্রামের মৃত আব্দুল মান্নান হাজীর ভোগ দখলীয় সম্পত্তির আংশিক ৪৫ শতাংশ জমি ২০২৩ সালে ১৯ আগস্ট জোরপূর্বক জবর দখল করেন প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিকে একই কায়দায় সকাল সাড়ে ১১ টার দিকে দখলকৃত ওই সম্পত্তির পার্শ্ববর্তী জমিতে মাটি ভরাট করার সময় ভুক্তভোগীর পরিবার বাধা দিলে পিস্তলের ভয় দেখিয়ে এবং গুলি করার হুমকিও দেয়।

এছাড়াও প্রতিমন্ত্রী ক্ষিপ্ত হয়ে তার পালিত ক্যাডার বাহিনী দিয়ে ভুক্তভোগীর পরিবারকে আক্রমণ করেন। পরে এ ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে ভুক্তভোগী আনোয়ার হোসেন বাদি হয়ে রৌমারী থানায় সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তার স্ত্রী সুরাইয়া সুলতানা এবং পুত্র সাফায়াত বিন জাকির ওরফে সৌরভ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও ওই ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে সোমবার বিকেলে রৌমারী থানায় একটি সাধারণ ডায়রি করেন। যার জিডি নম্বর ১০৬৫।

অভিযোগ প্রসঙ্গে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এর ব্যবহৃত ০১৭১৬৩১৮৩৮২ নম্বরে কল করলেও কথা বলা সম্ভব হয়নি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App