সরে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজ, থেমে গেছে বিস্ফোরণের শব্দও

শহীদ উল্লাহ টেকনাফ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৮:৩৫ পিএম

ছবি: ভোরের কাগজ
মিয়ানমারের সীমান্তের ওপার থেকে শুক্রবার (১৪ জুন) সকাল থেকে আর কোনো বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায়নি কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকার লোকজন। একই সঙ্গে টানা ৩ দিন ধরে নাফনদী সীমান্তের ওপারে দেখতে পাওয়া ‘মিয়ানমারের জাহাজ’ও শনিবার (১৫ জুন) সকাল থেকে দেখা যাচ্ছে না।
সেন্টমার্টিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সেন্টমার্টিন স্পিডবোট ও লাইফবোট সমবায় সমিতির সভাপতি মো. খোরশেদ আলম জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে জলসীমার মিয়ানমারের অংশে জাহাজটি ছিলো। এটি শনিবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। রাতের যেকোনো সময় এটি স্থান ত্যাগ করেছে।
একই সঙ্গে শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত সীমান্তের ওই পাড় থেকে কোনো ধরনের বা বোমা ও গোলাগুলির শব্দও পাওয়া যায়নি বলে জানান তিনি।
আরো পড়ুন: বামনডাঙ্গায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
বুধবার দুপুর থেকে নাফনদীর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বিপরীতে মিয়ানমারের নিকটবর্তী দেখা মিলে একটি বড় আকারের জাহাজ। এরপর বুধবার রাত ৯ টা থেকে এপারে ভেসে আসতে থাকে বিস্ফোরণের বিকট শব্দ। যে শব্দ টানা ৩ ঘন্টা ধরে বিকট আকারে সীমান্তের লোকজন শুনেছেন। এরপর থেমে থেমে শব্দ শোনা গেছে রাতভর।
বৃহস্পতিবার ভোর ৪ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত আবারো শোনা গেছে এই বিকট শব্দ। বৃহস্পতিবার সকালের পর সেই বড় জাহাজটি দক্ষিণ দিকে সরে গিয়ে বর্তমানে টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে অবস্থান করতে দেখা যায়। সেই জাহাজ থেকে মিয়ানমারের স্থলভাগে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল বর্ষণের শব্দ অব্যাহত ছিলো।
জনপ্রতিনিধিসহ স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে বিস্ফোরণের শব্দ আর শোনা যায়নি। আর শনিবার জাহাজটি দেখা যাচ্ছে না।
টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরের সংঘাতের জেরে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে অস্থির পরিস্থিতির কারণে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্টমার্টিন যাতায়াত করছে। সাগরের ওই পথে পাঠানো হয়েছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী জাহাজও।