সীতাকুণ্ডে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৫:৫২ পিএম

প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে গাড়ি চাপায় মো. সিফাত (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড হাতি লোটা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. সিফাত মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর (ঢালিপাড়া) এলাকার মৃত আবুল বশরের ছেলে।
আরো পড়ুন: স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির স্বামী
কুমিরা হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাতে বাড়বকুণ্ড বাজার থেকে কাজ শেষে ঢাকামুখী সড়কে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল আরোহী সিফাত । মহাসড়কের হাতিলোটা রাস্তার মাথা এলাকা অতিক্রমকালে একইমুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় । দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২৫ ফুট দূরে মহাসড়কের পশ্চিম পাশে ছিটকে পড়েন সিফাত । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল হাকিম আজাদ বলেন, দুর্ঘটনা পরবর্তীতে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ঐদিনই নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।