×

সারাদেশ

স্কুলে ঢুকে ৪ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করলেন নারী

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০১:২৫ পিএম

স্কুলে ঢুকে ৪ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করলেন নারী

ছবি: সংগৃহীত

   

জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বহিরাগত এক নারী হঠাৎ স্কুলে ঢুকে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।  

হাসপাতালে ভর্তি তিন শিক্ষার্থী হলো-সেতু, মিতু ও রাবেয়া। তারা তিনজনেই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এরমধ্যে ছুরির আঘাতে সেতুর বাম হাত, মিতুর পিঠ ও রাবেয়ার দুই পা ও মাথায় জখম হয়। আহত অপর এক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।   

আরো পড়ুন: চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

এদিকে, এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক নারীর নাম জান্নাতী আকতার (২১)। তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো স্কুলে মেয়েদের ক্লাস চলছিল। ক্লাস চলার ফাঁকে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের বারান্দা বসে গল্প করছিল। এসময় হঠাৎ এক নারী বিদ্যালয়ে ঢুকে তার হাতে থাকা ধারালো একটি ছুরি দিয়ে শিক্ষার্থীদের আঘাত করতে থাকে। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীসহ স্থানীয়রা এগিয়ে এসে ওই নারীকে আটক করে। অভিভাবকদের অভিযোগ ঘটনার সময় অনেক শিক্ষকই বিদ্যালয়ে উপস্থিত হয় নাই। যে কারণে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে তারা বিদ্যালয়ে উপস্থিত হয় এবং ঘটনা জানতে পারেন। 

সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপর শিক্ষার্থীদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ ফাতেমা বলেন, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং তারা ভালো আছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম (শফিক) ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এসময় তার কাছে একটি দেশীয় ছুরি (চাকু) জব্দ করা হয়। কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App