ঘুমের ট্যাবলেট খেয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

ম.শফিকুল ইসলাম, নেত্রকোণা
প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৮:৫১ পিএম

রুবেল মিয়া
নেত্রকোণা মডেল থানায় কর্মরত রুবেল মিয়া নামে এক পুলিশ সদস্য অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। কনস্টেবল রুবেল মিয়া (২৮) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে রবিবার রাত সাড়ে আটটার দিকে থানার ম্যাসে রাতের খাবার খান রুবেল। এরপর ফেসবুক আইডিতে 'দ্যা এন্ড' লিখে স্ট্যাটাস দেন। এটি রাত বারোটার দিকে তার ছোট ভাই দেখতে পেয়ে ৯৯৯ এ কল করে জানান।
এরপর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানাকে অবহিত করে। পরে মডেল থানা পুলিশের সদস্যরা তাকে প্রথমে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ লুৎফর রহমান আরো জানান, পারিবারিক কলহের কারণে রুবেল মিয়া অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কনস্টেবল রুবেল মিয়া সাড়ে ৮ বছর আগে পুলিশে যোগদান করে।সে দেড় বছর আগে নেত্রকোণা মডেল থানায় যোগদান করে।
কনস্টেবল রুবেল মিয়া নেত্রকোণা শহরের কোর্ট স্টেশন এলাকায় তার স্ত্রী জেসমিন আক্তার ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত সপ্তাহে স্ত্রী ও সন্তানরা বাড়িতে চলে যাওয়ার পর তিনি থানা ব্যারাকে থাকতেন।