×

সারাদেশ

পুরোনো দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হত্যা

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৯:৩১ এএম

পুরোনো দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হত্যা

পুরোনো দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হত্যা। ছবি: সংগৃহীত

   

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে বাড়ির সামনে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেছন বন্দর থানার ওসি মো. গোলাম মোস্তফা।

নিহত মো. মনিরুজ্জামান ওরফে মনির মুরাদপুর গ্রামের বাসিন্দা হলেও গাজীপুরের কাপাসিয়ায় শ্বশুরবাড়িতেই বেশি সময় থাকতেন বলে জানান তার স্ত্রী সাবিনা আক্তার। পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবহন খাতে চাঁদাবাজি ও স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুজ্জামান ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর পুরোনো দ্বন্দ্ব রয়েছে। মনিরের ভাই কামরুজ্জামান ওরফে কামুও (মৃত) এক সময় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিতেন বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। 

কামুর স্বাভাবিক মৃত্যু হলেও দ্বন্দ্বের জেরে মনির ছাড়াও তার মা ও অন্য দুই ভাই বিভিন্ন সময় প্রতিপক্ষের হাতে খুন হন। নিহত মনিরুজ্জামানের স্ত্রী সাবিনা আক্তার বলেন- ‘বিয়ের পর থেকে কাপাসিয়ায় শ্বশুরবাড়িতেই বেশি সময় থাকতেন মনির। সে কাঁচপুরে এক আত্মীয়ের মৃত্যুর কারণে বাড়ি এসেছিল। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষ তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দাবি করে তিনি এ হত্যার বিচার চান।’

বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন- ‘পুরোনো শত্রুতার জেরে এ খুন হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমরা এ খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবো।’

তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়ে ওসি বলেন- ‘একটি হত্যা মামলার দায়ের করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App