কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৪:৩৪ পিএম

ছবি: ভোরের কাগজ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ১০ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পুরো শরীরে চামড়া উঠে গেছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে কুয়াকাটার সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।
জানা গেছে, চলমান জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ঢেউয়ের সঙ্গে সৈকতে ভেসে আসে ডলফিনটি। এটির শরীরের চামড়া উঠে সাদা হয়ে গেছে। স্থানীয়দের ধারণা ৪-৫ দিন আগে ডলফিনটি মারা যেতে পারে।
আরো পড়ুন: চন্দ্রগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে জালে আঁটকে ওর মৃত্যু হয়েছে। আর শরীরের যে অবস্থা তাতে মনে হয় আরো চার থেকে পাঁচ দিন আগে মারা গেছে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি যে কেনো প্রতিবছর ডলফিন মারা যাচ্ছে।
পটুয়াখালী বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি লোক মারফত শুনেছি সমুদ্র সৈকতে একটি ডলফিন ভেসে এসেছে। বন কর্মীদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।