পরিবেশ দিবসে মুন্সিগঞ্জে ৩৫ হাজার বৃক্ষ রোপণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৩:২৫ পিএম

ছবি: ভোরের কাগজ
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। দিবসটি উদযাপনে জেলা জুড়ে পঁয়ত্রিশ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা সদরের চাম্পাতলা প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর রিপন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন ফলজ, বনজ বৃক্ষ নিয়ে সদর উপজেলা পনেরো হাজার, গজারিয়ায় আট হাজার, টঙ্গীবাড়িতে দুই হাজারসহ মোট ৩৫ হাজার বৃক্ষ ১ দিনে রোপণ করা হয়। আরো ১ লক্ষ ৪১ হাজার ৬৮০ টি বৃক্ষ রোপণ করা হবে।
"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই প্রতিপাদ্যে পরিবেশ দিবস উপলক্ষে জেলা কালেক্টরেট মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান প্রমুখ।