×

সারাদেশ

সখীপুরে চা দোকানে মিনি পাঠাগার

Icon

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৪:১১ পিএম

সখীপুরে চা দোকানে মিনি পাঠাগার

ছবি: ভোরের কাগজ

   

"বই হচ্ছে মস্তিষ্কের সন্তান" মনীষীদের এমন উক্তি লালন করে নিজের চায়ের দোকানের এক কোনে পরিছন্ন পরিবেশে ছোট পরিসরে পাঠাগার স্থাপন করে মানুষকে বইপ্রেমী করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক  চা দোকানি। 

সখীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত নয়া মুন্সির মার্কেটের ভাড়া করা একটি রুমে দীর্ঘদিন যাবত চা দোকানের একপাশে বিভিন্ন লেখকের বই তাকের উপর সাজিয়ে রেখেছে। ওই দোকানে চা পান করতে আসা দর্শনার্থীদের একটু অবসরে পছন্দের লেখকের বই পড়ার সুযোগ করতে এমন উদ্যোগ। 

উদ্যোগতা বিশ্বাস করেন, মানুষের শ্রেষ্ঠ শিক্ষা হল আত্ম শিখন। আর বই সেই আত্ম শিখনের শ্রেষ্ঠ সহায়ক। বিনোদন থেকে শিক্ষা, অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর করতে বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে। বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধনে বই পড়ার গুরুত্ব অপরিসীম। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই চা দোকানের বইয়ের তাকে (কাঠের তৈরি আসবাব) সারি সারি সাজানো বইগুলো থেকে কেউ কেউ চায়ের চুমুক দিয়ে পাতা উল্টিয়ে বই পড়ছে। 

ছবি: ভোরের কাগজ

আরো পড়ুন: সিলেটের প্রধান পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা

দেখা হয়, ওই দোকানে নিয়মিত চা পান করতে আসা সরকারি সা'দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, সরকারি মুজিব কলেজের প্রভাষক আলীম মাহমুদ জুনিয়র তুষার হাসানসহ বই আড্ডায় মেতে উঠা কয়েকজন বইপ্রেমীর সঙ্গে। 

এই মিনি পাঠাগারের নিয়মিত পাঠক সাংবাদিক এম এইচ সজল জানান, উপজেলার আনাচে-কানাচে গড়ে উঠা চা দোকানগুলো যেখানে বিশৃঙ্খল কথাবার্তা, আড্ডা ও বিনোদনের মাধ্যম হিসেবে স্মার্ট টিভি, বড় পর্দায় সিনেমা প্রদর্শন করা হয়। কিন্তু এই চা দোকানে রুচিশীল পরিবেশে বাজে গল্পের পরিবর্তে সুস্থ মানসিকতা বিকাশের লক্ষ্যে চা দোকানে পাঠাগার স্থাপন প্রশংসার দাবি রাখে। তার এমন উদ্যোগকে স্বাগত জানাই। 

এ বিষয়ে মিনি পাঠাগারের প্রতিষ্ঠাতা খুশবু-তাহসিন কফি হাউজের স্বত্ত্বাধিকারী মো. খুররম শেখ বলেন, বইপ্রেমীদের আরো বেশি উদ্বুদ্ধ করতে আমার চা দোকানে পাঠাগার স্থাপন করেছি। দোকানের শোভা বর্ধনের জন্য বিভিন্ন ফুলের টব লাগিয়েছি। আমার এখানে গুণী লেখকের পাশাপাশি স্থানীয় লেখকের বই আছে। তিনি আরো জানান, ভবিষ্যতে এলাকায় স্থায়ী বড় পরিসরে পাঠাগার স্থাপনের চিন্তা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App