গুরুদাসপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৪, ০২:১৫ পিএম

প্রতীকী ছবি
নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রাহিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল আনুমানিক পাঁচ ঘটিকায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. মানিক হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানাজায়,শিশু রাহিম বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। খেলাধুলা করতে করতে বাড়ির পাশে থাকা পুকুরে পারে যায়। পরে পরিবারের সদস্যদের অজান্তেই পুকুরে ডুবে যায় শিশুটি। প্রায় এক ঘণ্টা শিশুটিকে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। একপর্যায় পুকুরে ওই শিশুটির মরদেহ ভেসে উঠে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।