ফলোআপ
বৃদ্ধকে হত্যার ১২ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৯:১২ এএম

ছবি: ভোরের কাগজ
মৌলভীবাজারের কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যে ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের মৃত আফতার আলীর ছেলে মিসির আলী (৫০) ও একই এলাকার মুসাহেদ আলীর ছেলে আবুল হোসেন (৩৫)।
প্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, বুধবার দুপুর ১২টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিছির আলী গংরা আছকির মিয়াকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ১০টার দিকে মিছির আলী গংয়ের দুজন পালিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার থেকে হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন: কুলাউড়ায় জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১
তিনি আরো জানান, এই ঘটনায় নিহত আছকির মিয়ার ভাই আছকর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।