×

সারাদেশ

জলদস্যুদের থেকে মুক্ত ফেনীর বিপ্লবের পরিবারে ঈদ আনন্দ

Icon

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৮:৫৮ পিএম

জলদস্যুদের থেকে মুক্ত ফেনীর বিপ্লবের পরিবারে ঈদ আনন্দ

ছবি: ভোরের কাগজ

   

সোমালীয় জলদস্যু থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরা সামুদ্রিক জাহাজ এমভি আবদুল্লায় থাকায় ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিল উল্লাহ বিপ্লব বাসায় ফিরেছেন। 

মঙ্গলবার (১৪ মে) রাত ১০টা ১০ মিনিটের দিকে ফেনী শহরের নাজির রোডের মা-মনি ম্যানশনের বাসায় পৌঁছেন তিনি। 

দীর্ঘ দুইমাসের জিম্মি-দশা কাটিয়ে পরিবারকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন বিপ্লব। অপেক্ষার প্রহর শেষে তাকে জড়িয়ে ধরেন তার মা ও স্ত্রী-সন্তানরা। দীর্ঘদিন পর বিপ্লবকে ফিরে পেয়ে চোখে-মুখে আনন্দাশ্রু তাদের। 

খবর পেয়ে ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম তানজীম তার বাসায় যান। সেখানে বিপ্লবকে ফুলের শুভেচ্ছা ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিপ্লব জানান, মা-বাবা ও স্ত্রী ছাড়াও পরিবারে তার দুই শিশু সন্তান রয়েছে। একজন দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া রেদোয়ান বিন ইব্রাহিম ও দুই বছর বয়সী রিহান বিন ইব্রাহিম। 

তিনি বলেন, আলহামদুল্লিাহ, পরিবারকে কাছে পেয়ে অনেক ভালো লাগতেছে। জলদস্যুদের কাছে জিন্মি থাকার সময় পরিবারকে কাছে ফেরতে পারবো তা কখনো ভাবিনি। আল্লাহ আমায় ফেরত আনছে। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিলো সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। 

এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিলো জাহাজটি। সেই হিসেবে আমিরাত থেকে ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App