
প্রিন্ট: ০৭ মে ২০২৫, ০১:২৩ এএম

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৪, ১০:২৩ পিএম

ছবি: ভোরের কাগজ
কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে মঙ্গলবার বেলা ১১টায় ভোগডাঙ্গা কাজিপাড়া জামে মসজিদ সংলগ্ন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ভোগডাঙ্গা ইউপি সদস্য মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোগডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোগডাঙ্গা কাজিপাড়া জামে মসজিদের ইমাম আনোয়ারুল ইসলাম, সমাজ সেবক কাজী জান্নাতুল হকসহ আরো অনেকে।
উপস্থিত ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায়, রাজিয়া সুলতানা প্রমূখ।
বক্তারা এসময় বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।