×

সারাদেশ

নির্বাচনী দায়িত্ব থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অব্যাহতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১০:০৯ পিএম

নির্বাচনী দায়িত্ব থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

   

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খানকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার পরিবর্তে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে, কী কারণে নির্বাচন কমিশন এই আদেশ দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

মঙ্গলবার (১৪ মে) নির্বাচন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। আগামী ২১ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

পত্র সূত্রে জানা যায়, রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার ইমরান খানকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। একই আদেশে নতুন রিটার্নিং কর্মকর্তা হিসেবে সুচিত্র রঞ্জন দাসকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত জানান, এক আদেশে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে পরিবর্তন করে নতুন অফিসার দেয়া হয়েছে। তবে, কী কারণে এ আদেশ দেয়া হয়েছে, তা তিনিও জানেন না বলে জানান।

ইউএনও ইমরান খান বলেন, আমি দেশের বাইরে ছিলাম। বিগত সময়ে আমি নির্বাচনের কোনো দায়িত্ব পালন করিনি। এ কারণে আমার জায়গায় দায়িত্ব পালন করবেন সুচিত্র রঞ্জন দাস। আমি তাকে সহযোগিতা করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App