আম পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৪, ১২:৫৩ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে নিহত মোহাম্মদ জোবায়ের
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জোবায়ের (১৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল (সোমবার ১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের মারা যায়। জোবায়ের কেরানিহাট আশশেফা স্কুল এন্ড কলেজের ছাত্র ও উপজেলার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকার বাসিন্দা মোজাফফর আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মোবারক হোসেন।
গত ৫ মে (রবিবার) বিকেলে জোবায়ের একটি বাঁশ নিয়ে নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালে আম পাড়তে উঠেন। এ সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে বাঁশ লেগে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হন জোবায়ের।
আরো পড়ুন: ঝিকরগাছার ইমামকে মনিরামপুরে কুপিয়ে জখম
নিহতের চাচা মোবারক হোসেন বলেন, আম পাড়তে গিয়ে টিনের চালে উঠে বিদ্যুতায়িত হয়ে আমার বড় ভাইয়ের ছেলে জোবায়েরের শরীরের ৪৩ ভাগ ঝলসে গিয়েছিলো।
আহত অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় হস্তান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায়
সোমবার রাত সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমার ভাতিজা মারা যান।