পাথরঘাটায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৪, ১১:০৮ পিএম

ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
রবিবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ এলাকার খেয়াঘাটের কাছের একটি বাড়ির পুকুর পাড় থেকে মাংসগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার শাকিব মেহবুব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্বস্ত গোপন সূত্রে খবর পেয়ে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ খেয়াঘাট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাটির ভেতরে গর্ত করে ককশিট বক্সের ভেতর থেকে জবাইকৃত এই হরিণের মাংসগুলো উদ্ধার করা হয়। পরে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জবাইকৃত মাংসগুলো কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেয়া হবে।