×

সারাদেশ

ঝিকরগাছায় প্রচন্ড তাপদাহেও ধান তুলতে ব্যস্ত কৃষক

Icon

আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) থেকে

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৭:২২ পিএম

ঝিকরগাছায় প্রচন্ড তাপদাহেও ধান তুলতে ব্যস্ত কৃষক

ছবি: ভোরের কাগজ

   

মাঠ থেকে দ্রুত ধান বাড়ি নিতে ও গোছাতে রোদে পুড়ে ব্যস্ত সময় পার করছে কৃষক। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে ধান কাটা, বাধা ও বয়ে বাড়ি নিতে দিনরাত পরিশ্রম করছে তারা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে। ফলে বাম্পার ফলনের আশা করছে কৃষক।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে ধান ক্ষেতে ধান কাটা, বাধা ও বাড়ি আনতে কৃষক ব্যস্ত সময় পার করছে। প্রচন্ড তাপদাহে ঘরে বসে নেই তারা। ভোর থেকে রাত পর্যন্ত মাঠেই সময় পার করছে। খাওয়া-দাওয়া তারা মাঠেই সেরে নিচ্ছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে, উপজেলায় এ বছর বোরোধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১৮ হাজার ৮৫০ হেক্টর জমি। চাষ হয়েছে ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে চলতি মৌসুমে হাইব্রিড জাতের ধানের আবাদ বেশি চাষ হয়েছে। 

আরো পড়ুন: সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ মেট্রিক টন আম বিনষ্ট

এর মধ্যে উচ্চফলনশীল (উফশী) যার মধ্যে ব্রিধান-৫০, ৬১, ৮১, বিনা-২৫, স্বর্ণা ও মিনিকেট এবং হাইব্রিড জাতের মধ্যে সুবর্ণ-৮, সিনজেনটা-১২০৩ ধান চাষ বেশি হয়েছে। তাছাড়া আরো কয়েক রকমের মোটা-চিকন জাতের ধানের চাষও হয়েছে কম বেশি।

চাষের মতো ফলনেও লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশাবাদী কৃষকরা। তবে কৃষকের আঙিনায় এই ধান উঠলে কাঙ্ক্ষিত দাম পেলে কৃষকের স্বপ্ন সোনালি হয়ে উঠবে এমনটি আশা করেছেন সবাই।

উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ধানচাষি আনোয়ার হোসেন, আহম্মদ আলী, জাহাঙ্গীর আলম, সাদেক আলী, মন্টু মিয়াসহ কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা বলেন, এ বছর হাইব্রিড ধানের চাষ বেশি হয়েছে। কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রতিবিঘা বোরোধান চাষে অন্য বছরের চেয়ে খরচ একটু বেশি হয়েছ। তবে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় রাসায়নিক সার কম লেগেছে, পোকামাকড় ও রোগবালাই অনেকটায় নেই। যদি ধান গোছানো পর্যন্ত আবহাওয়া ভাল থাকে এবং ধানের দাম কাঙ্ক্ষিত হয়, তাহলে কৃষকের মুখে হাসি ফুটবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App