
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৩:০০ পিএম
আরো পড়ুন
গোমস্তাপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ পিএম

ছবি: ভোরের কাগজ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সারে ৯টার দিকে রহনপুর পৌর এলাকার প্রায় দুই শতাধিক মুসল্লি এ নামাজ আদায় ও নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাতে শামিল হন। নামাজে ইমামতি করেন ঝলঝলিয়া আলিম মাদ্রাসা, প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান।
মাওলানা মুজিবুর রহমান জানান, আমরা ইসতিসকার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি। চলমান গরমে সাধারণ মানুষ প্রাণীকুল কষ্টে আছে, আমের গুটি ঝরে যাচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রকৃতিতে স্বস্তি আসবে না।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
গোমস্তাপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ পিএম

ছবি: ভোরের কাগজ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সারে ৯টার দিকে রহনপুর পৌর এলাকার প্রায় দুই শতাধিক মুসল্লি এ নামাজ আদায় ও নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাতে শামিল হন। নামাজে ইমামতি করেন ঝলঝলিয়া আলিম মাদ্রাসা, প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান।
মাওলানা মুজিবুর রহমান জানান, আমরা ইসতিসকার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি। চলমান গরমে সাধারণ মানুষ প্রাণীকুল কষ্টে আছে, আমের গুটি ঝরে যাচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রকৃতিতে স্বস্তি আসবে না।