চেয়ারে বসা নিয়ে চাচাতো ভাইয়ের লাথির আঘাতে ভাইয়ের মৃত্যু

গৌরপুর থেকে
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৯ এএম

ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইয়ের লাথির আঘাতে মোফাজ্জল হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বিকালে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবের গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মোফাজ্জল হোসেন মৃত আলাল উদ্দিনের ছেলে এবং পাইবাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের চাচা রফিকুল ইসলাম জানান প্রচণ্ড গরমে বিকালে বাড়ির সামনে মোফাজ্জল চেয়ারে বসে ছিল। এ সময় প্রতিবেশী রফিকুল ইসলামের ছেলে ৮ শ্রেণির শিক্ষার্থী মোবারক হোসেন (১৫) এসে চেয়ার ছাড়তে বলে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হলে মোবারক তার বুকে ও নিম্মাঙ্গে লাথি মারে । এতে মোফাজ্জল হোসেন অজ্ঞান হয়ে পড়লে বাড়ির লোজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আল মোক্তাদির শাহিন বলেন, ঘটনাটি দুঃখজনক, শুনেছি চেয়ারে বসা নিয়ে এই খুনের ঘটনাটি ঘটেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা সুমন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। অভিযুক্ত মোবরাক হোসেনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।