ঝালকাঠিতে ঘাতক ট্রাকের চালক ও হেলপার আটক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ এএম

ছবি: সংগৃহীত
ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ১৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্র্যাকের চালক ও হেলপারকে আটক করেছে ঝালকাঠি ডিবি পুলিশ। ঘটনার মাত্র ৩ ঘণ্টার মধ্যে শহরের বাসন্ডা গ্রাম থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক চালকের নাম মো. আল-আমিন (২৯)। সে ঝালকাঠি সদর উপজেলার মো. আনসার উদ্দিনের পুত্র। অন্যদিকে আটক হওয়া হেলপারের নাম মো. নাজমুল (২২)। তার গ্রামের বাড়ি খুলনায়।
ঝালকাঠি ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ভোরের কাগজকে জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে বাসন্ডা এলাকা থেকে চালক ও হেলপারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার কাছে থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। সেটি বৈধ কিনা তা যাচাইবাছাই করে দেখছে পুলিশ।