ঝালকাঠিতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পিএম

ছবি: ভোরের কাগজ
ঝালকাঠির কাঁঠালিয়ায় বাস চাপায় মোঃ আবু তালুকদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সকালে ভান্ডারিয়া-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কে বান্ধাঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালুকদার কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে এবং বান্ধাঘাটা বাজারে মুদি ও মনোহারির ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) সমীর কুমার দাস।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ি থেকে সকালে ব্যবসা প্রতিষ্ঠান বান্ধাঘাটা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বাজার সংলগ্ন একটি যাত্রীবাহী পরিবহন বাস ঢাকা থেকে ছেড়ে আসা আমুয়াগামী পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী তিন ঘণ্টা রাস্তা বন্ধ করে রাখে। এতে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাঁঠালিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) সমীর কুমার দাস বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।