সিংগাইরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ১৬ হাজার ২৬৫ পরিবার

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিংগাইর উপজেলার প্রশাসক রেহেনা আকতার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুঃস্থ ও অসহায় ১৬ হাজার ২৬৫ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও পলাশ কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক রেহেনা আকতার প্রধানমন্ত্রীর এ ঈদ উপহার ভিজিএফর চাল বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে সদর ইউনিয়নের ৬৩৮ জনকে এ উপহার তুলে দেয়া হয়।
আরো পড়ুন: কুতুবদিয়া হাসপাতালে শেখ রাসেল অডিটরিয়াম উদ্বোধন
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন, সমাজ সেবা অফিসার মো. মঞ্জুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী ও সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ প্রমুখ।