সাগরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জলদস্যু আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৭:৫৫ পিএম

ছবি: ভোরের কাগজ
সাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জলদস্যু আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ বিষয়টি নিশ্চিত করেন।
মুনিফ জানান, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টহলদল ডাকাতির খবর পেয়ে কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও বিসিজি স্টেশন কুতুবদিয়া একত্রে বড়ঘোপ ইউনিয়নস্থ পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় রাত ৪টায় সন্দেহজনক একটি বোটে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ১টি দেশীয় অস্ত্র (পিস্তল), ২ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ২টি হাতুড়ি, ১টি সাবল, ১টি হুক, ৫ টি মোবাইল ফোন ও ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করে।
এ সময় আটক হয় চট্টগ্রামের বাঁশখালী এলাকার মো. ইকবাল হোসেন (২০), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. নয়ন (১৮), মো. হেফাজ (২৩), মো. আশেক (১৬)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।