তদন্ত কমিটি গঠন
ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড, স্কুল শিক্ষক বহিষ্কার

জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা (যশোর)
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৮:৩২ পিএম

যশোরের চৌগাছায় শহীদ মশিয়ুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের কারণে শরিফুল ইসলাম নামে ওই স্কুলের একজন শিক্ষককে দুই মাসের জন্য সাময়িক বহিষ্কার করেছে স্কুল ম্যানেজিং কমিটি। গত ১১ মার্চ স্কুল চলাকালীন সময়ে স্কুলের বাথরুমে ওই ঘটনা ঘটে।
পরে বিষয়টি ব্যাপক জানাজানি হলে ১২ মার্চ স্কুলের সামনে স্কুলের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা শিক্ষকের এই নৈতিক স্খলনের বিচার দাবী করেন। তখন স্কুল ম্যানেজিং কমিটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে এক জরুরি সভায় মিলিত হন।
পরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলি কদর মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় ওই শিক্ষককে ২ মাসের জন্য বহিষ্কার করা হয়। ঘটনা তদন্তে এবং সহকারী প্রধান শিক্ষক মহাসিন আলীকে আহ্বায়ক, দুজন অভিভাবক সদস্য বিল্লাল হোসেন ও রুবিনা খাতুনকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে মোবাইলে স্কুলের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দে-কে বার বার কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফোন রিসিভ করেননি। তবে সভায় উপস্থিত চৌগাছা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন এই শিক্ষকের এ সমস্যা নতুন না।
এর আগে এদিন বিকাল সাড়ে ৪টার দিকে স্কুলের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানতে পেরে স্কুলের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দেকে মুঠোফোনে কল করা হলে তিনি বলেন,“এই স্কুলের সামাজিক বিজ্ঞানের শিক্ষক শরিফুল ইসলামের একটি ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে পদক্ষেপ নিতে স্কুলে ম্যানেজিং কমিটির জরুরি সভা চলছে”। কিন্তু বিকাল সভা শেষে প্রধান শিক্ষকের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র রাব্বি এবং স্কুলের দশম শ্রেণীর ছাত্র শাওন বলেন, ১১ মার্চ দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত শিক্ষক শরিফুল এবং ওই ছাত্রী স্কুলের বাথরুমে ছিলেন। পরে বিষয়টি স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা দেখে ফেলে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি বলেন, একজন ভাল শিক্ষক হিসেবে আমি কিছু মানুষের রোষানলের শিকার হয়েছি। এবং বহিষ্কারের বিষয়ে তিনি জানেন না বলেও জানান।