বাবুগঞ্জে পুকুরে মিললো তাজা ইলিশ

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম

বরিশালের বাবুগঞ্জে প্রথমবারের মত পুকুর সেচ করে ছোট-বড় সাইজের ৪ টি ইলিশ মাছ পাওয়া গেছে। এসময় সন্ধ্যা নদী থেকে ২ কি.মি. দুরের পুকুরে ইলিশ ধরা পড়ার খবরে হইচই পরে যায়। প্রতিটি ইলিশের গড় ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম হবে বলে জানান পুকুরের মালিক ফিরোজ সরদার।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুর সেচ করে ৪টি ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছ পাওয়ার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে এলাকার উৎসুক জনতা সেই মাছ দেখার জন্য মো. ফিরোজ সরদারের বাড়িতে হাজির হন।
তবে এই পুকুরে কীভাবে ইলিশ এলো সে ব্যাপারে পুকুরের মালিক ও পরিবারের অন্যান্য সদস্য কেউ অবগত নয়।
আরো পড়ুন: মানুষ শেখ হাসিনার উন্নয়ন কাজে মনোযোগ দিচ্ছে
স্থানীয় সেচ মালিক মামুন খান বলেন, ওই এলাকার মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুরে সেচ করার পরে মাছ ধরার সময় পরিবারের সদস্যরা ওই ইলিশ মাছ দেখতে পায়। আমরা জানতাম নদী বা সাগর ছাড়া ইলিশ মাছ পাওয়া যায় না। কিন্তু নিজের চোখে পুকুরে ইলিশ মাছ দেখলাম। পুকুরের তাজা ইলিশ পাওয়া গেছে শুনে অনেকে ভিড় করছে তার বাড়িতে।
প্রত্যক্ষদর্শী রাসেল সরদার বলেন, পুকুরের ইলিশ দেখতে বিকেলে ওই বাড়িতে গিয়েছিলাম। পুকুরের মালিক মো. ফিরোজ সরদার বলেন, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আমাদের বাড়ির পুকুরে সেচ করে মাছ ধরতে নামলে অন্যান্য মাছের সাথে ছোট বড় ৪টি ইলিশ মাছ পেয়েছি। পুকুরে ইলিশ মাছ পাওয়ায় আমরা আনন্দ পেলেও বিষয়টি অবাক করার মত। এই মাছ কোথা থেকে আসছে বা কীভাবে আসছে তা তিনি জানেন না। নদীর সাথে পুকুরের কোনো সংযোগ নাই।
বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সাথে ইলিশও প্রবেশ করতে পারে। এ কারণেই হয়তো বা ইলিশগুলো পুকুরে আটকা পরে।