নিখোঁজের ১০ দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিখোঁজের দশদিন পর আরিফা আক্তার (৮) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরিফা ভোলাহাট উপজেলার খড়কপুর এলাকার আহসান আলীর মেয়ে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভোলাহাট থানার ওসি সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার রাতে বাড়ির পেছনের একটি সীমানা প্রাচীরের কাছ থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরো পড়ুন: ভোরের কাগজের মানিকগঞ্জ প্রতিনিধি ড্রেজার ব্যবসায়ীর হাতে নির্যাতিত
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় খেলা করার সময় একই জায়গা থেকে নিখোঁজ হয় শিশু আরিফা। শিশুটির পিতা আহসান আলী ওই রাতেই ভোলাহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে শিশুর বস্তাবন্দী গলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা- পূর্ব বিরোধের জেরে কেউ হত্যা করে মরদেহ ফেলে গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।