বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে লাশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৯ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে লাশ পাওয়া গেছে। স্থানীয় পুলিশ ধারণা করছে মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্যের মরদেহ ।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী খালে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয়রা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উখিয়ার একটি খাল থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। পরনে থাকা পোশাক ও হেলমেট দেখে ধারণা করা হচ্ছে যে এটি জান্তা বাহিনীর সদস্যের মরদেহ।
বিষয়টি নিয়ে ওসি মো. শামীম হোসেন বলেন, স্থানীয় কৃষকরা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধারের জন্য টিম পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, লাশের বিষয়ে স্থানীয়রা যা বলছেন - তাতে মনে হচ্ছে এটি জান্তা বাহিনীর সদস্যের মরদেহ। এর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।