×

সারাদেশ

গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৭ পিএম

গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮
   

গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির কালে দেশীয় অস্ত্র এবং পিকআপসহ ৮ ডাকাতকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। 

এ সময় ডাকাতদের নিকট হতে দেশীয় অস্ত্র, হলুদ রংয়ের একটি পিকআপ, ১টি তালাকাটার যন্ত্র ও হেক্স মেশিন, ৭টি হেক্স ব্লেড, ২টি লোহার পাইপসহ ৮জন ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসা হয়। নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএমের নির্দেশনায় ওসি মো. উজ্জ্বল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এস আই মাহাবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। 

আরো পড়ুন: মিয়ানমারে ফাটল ৩০ মর্টার শেল, কাঁপল টেকনাফ

আটককৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর থানার খোদাই বাড়ি গ্রামের মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে মো. আমিনুল ইসলাম (৬৬),বরিশাল জেলার হিজলা থানার নরসিংহপুর গ্রামের আব্দুর রহমান খানের ছেলে ট্রাক ড্রাইভার মো. ওলি উদ্দিন খান (৩২), ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার নবী নগর গ্রামের মৃত্যু আব্দুল আওয়ালের ছেলে মো. ইমরান খান (২৩), জয়পুরহাটের মজিব নগর গ্রামের মো. মফিজের ছেলে মো. মোসলেম (৪৩), গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গাফফার (৪২), একই এলাকার জাইতরবালা গ্রামের মৃত আসকর আলী মন্ডলের ছেলে মজনু মিয়া (৩৪), শকুনা কেশবপুর গ্রামের মঙ্গলার ছেলে অমল কুমার (২৭) ও চকবালা গ্রামের মো. আমিনের ছেলে এমরান হোসেন (১৮)। সঙ্গেেএকটি নীল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মো.উজ্জ্বল হোসেন বলেন, আটককৃত ডাকাতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App