‘আইতোত আর হামাক ঠান্ডা নাইকবার নয়’

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট থেকে
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম

‘আইতোত আর হামাক ঠান্ডা নাইকবার নয়, আল্লা তোমার ভালো করবে বাবা ।’ লালমনিরহাট জেলার মানবিক ডি সি মোহাম্মদ উল্ল্যাহ ও জেলা পৌর মেয়র রেজাউল করিম স্বপনের কাছ থেকে একটি শীতের কম্বল পেয়ে অশ্রুসিক্ত চোখ মুছতে মুছতে খুশিতে একথাগুলো বলেন জেলার টিউমল পাড়া সাপ্টানা আবাসনের হতদরিদ্র রমজান আলী।
সোমবার (৫ ফ্রেরুয়ারী) রাতে লালমনিরহাট জেলার ডিসি মোহাম্মদ উল্ল্যাহ ও জেলার পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ জেলার বিভিন্ন মাদ্রাসা, গুচ্ছগ্রাম, আবাসন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণে করেন। পরে তিনি সাপ্টানা আবাসন এলাকা ও আদিতমারী উপজেলার দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার গরীব অসহায়, খেটে খাওয়া দিনমজুর, বয়স্ক মহিলা-পুরুষের মাঝে মোট ২৫০ পিস কম্বল বিতরণ করেন। এদিকে কম্বল পেয়ে স্থানীয়রা সন্তোস প্রকাশ করেছে।
লালমনিরহাট জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানাগেছে, চলমান শৈত্য প্রবাহে জেলায় ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।