বিশ্বরম্ভপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪২ পিএম

ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বরম্ভপুর উপজেলার কালিপুর গ্রামে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে হুমায়ুন কবির (২১) নামে এক যুবক খুন হয়েছেন।
মৃত হুমায়ুন কবির বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে কালিপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
শুক্রবার (২ ফ্রেব্রুয়ারি) রাতে বিরোধের জের ধরে কালিপুরের প্রতিবেশী হযরত আলী (২২) হুমায়নকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তার নেতৃত্বে দুর্বৃত্তরা গ্রামের পাশে সড়কের ধারে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে ফেলে যায়।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় বাড়িতে নিয়ে আসে। পরে স্বজনরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মারা যান।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, একই গ্রামের মোহর আলীর ছেলে হযরত আলীর সঙ্গে হুমায়ন কবীরদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।
এবিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার্স ইনচার্জ শ্যামল বনিক জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ আসামি গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে। লাশ ময়নাদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত হযরত আলী (২২) পলাতক রয়েছে এবং তার বাড়ি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।