×

সারাদেশ

আব্দুল আজিজ

শিক্ষা ছাড়া কোন জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৩:১৫ পিএম

শিক্ষা ছাড়া কোন জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না
   

সিরাজগঞ্জ-রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। ভাল রেজাল্ট করার জন্য যারা নিয়মিত স্কুলে যায় এবং ঠিক মতো ক্লাস করে তাদের প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। একজন ভাল ছাত্রের জন্য ক্লাসের পড়াশোনাই যথেষ্ট। যারা সুশিক্ষা গ্রহণ করেছে আজ তারাই সরকারের বিভিন্ন বড় বড় পদে রয়েছেন। কাজের তোমাদের ভাল শিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করতে হবে। তোমরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। 

শনিবার দুপুরে (২৭ জানুয়ারি) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক সংবর্ধনা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত ছাত্র ছাত্রীদের বরণ ও অভিভাবকরা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। 

তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌর মেয়র মোঃ আব্দুল রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম। 

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর আলম লাবু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, অত্র বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা কর্মকার প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বিএসসি। আলোচনা সভায় পূর্বে প্রধান অতিথি সাংসদ আবুল আজিজ ও নবাগত পৌর মেয়র মোঃ আব্দুল রাজ্জাককে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App