ঘিওরে প্রধানমন্ত্রীর তহবিলের শীতবস্ত্র বিতরণ

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জের ঘিওরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৪ শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলের আওতায় কম্বল বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন, ঘিওর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মূসা, ইউপি সচিব পলাশ চন্দ্র সাহা, ইউপি সদস্য সায়েদুর রহমান, লাভলু বেপারী, সেলীনা আক্তার প্রমুখ।