১০ দিন পর সূর্যের দেখা মিলল লালমনিরহাটে

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট থেকে
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম

টানা ১০ দিন কনকনে ঠাণ্ডা আর ঘন কুয়াশায় চাঁদরে ঢাকা ছিল উত্তর জনপদের জেলা লালমনিরহাট।
বৃহস্পতিবার সূর্যের আলোর দেখা মিলল এ জেলায়। ১০ দিন পর আজ আলো ঝলমলে রোদ কর্মজীবী সব মানুষের মনে স্বস্তি ফিরেছে। মাঠে কৃষক যেন প্রাণ ফিরে পেয়েছে। সকাল থেকে মাঠে দিনমজুর, কৃষক, গৃহস্থ ও শ্রমজীবী নারী সবাই কাজে নেমেছেন।
কাজের গতি ফিরেছে সরকারি- বেসরকারি অফিস আদালতেও, সব পেশার মানুষের মধ্যে কাজের গতি ফিরেছে।
এদিকে, রিকশা, ভ্যান ও অটো চালকদের মধ্যে আনন্দের শেষ নেই, বেশি যাত্রী পেয়ে তাদের গত দুসপ্তাহের ক্ষতি পুশিয়ে নিচ্ছেন।
লালমনিরহাট জেলার দক্ষিণ বত্রীশ হাজারী গ্রামের অটোচালক মকবুল বলেন, ভাই মহান সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আজ রোদ উঠেছে, অন্য দিনের চেয়ে বেশি উপার্জন হবে। মেয়ের স্কুলব্যাগের আবদার মিটাতে পারবো।