পাটুরিয়ায় ফেরিডুবির তদন্তে কমিটি গঠন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়ায় রজনীগন্ধা-৭ ডুবির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। দুটি কমিটিই পাঁচ সদস্যের। মানিকগঞ্জের ডিসি রেহেনা আক্তার ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তফা কামাল বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে কমিটি দুটি গঠন করার কথা জানান। জেলা প্রশাসন গঠিত কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিন। সাত কার্যদিবসের মধ্যে কমিটি দুটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
উল্লেখ্য, বুধবার সকাল ৮টার দিকে ডুবে যাওয়া ফেরির বিষয়ে সোয়া ৮টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। ঢাকার সিদ্দিক বাজার থেকে আরো একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ডুবুরিরা সেখানে ছয়জনকে জীবিত উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে কারো মৃত্যুর তথ্য মেলেনি।