টেকনাফে র্যাবের অভিযানে ২৪২ ক্যান বিয়ারসহ আটক ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৩২ এএম

কক্সবাজারের টেকনাফ থানার ডেগিল্লার বিল এলাকায়ে র্যাবের অভিযানে ২৪২ ক্যান বিয়ারসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আলম (২৯)। সে উপজেলার সাবাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার মো. নুরুল সালামের ছেলে। কক্সবাজার র্যাব-১৫, এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১০ জানুয়ারি) রাতে র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার জনৈক নুরুল আলমের বসত ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ঘরের ভেতর থেকে ২৪২ ক্যান বিয়ার জব্দ করা হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুইজন ৩টি বস্তা ভর্তি বিয়ার ফেলে পালিয়ে যায়। এসময় মোহাম্মদ আলকে আটক করা হয়।
পরে উদ্ধার হওয়া বিয়ারের ক্যানসহ আটক মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।