×

সারাদেশ

দাউদকান্দি-তিতাসে সক্রিয় চিহ্নিত সন্ত্রাসীরা, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

Icon

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম

দাউদকান্দি-তিতাসে সক্রিয় চিহ্নিত সন্ত্রাসীরা, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

ছবি: ভোরের কাগজ

   

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দাউদকান্দি-তিতাসে সক্রিয় হয়ে উঠেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এসব চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনি কোন ব্যবস্থা না নিলে ভোটের মাঠ অশান্ত হয়ে উঠতে পারে। সুষ্ঠু ভোট নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। দাউদকান্দি-তিতাসে সক্রিয় চিহ্নিত সন্ত্রাসীরা ইতিমধ্যে স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান (ঈগল মার্কা) এর পক্ষে মাঠে সক্রিয় রয়েছে। এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে না পারলে শান্তিপূর্ণ ভোট নাও হতে পারে বলে মনে করছেন দাউদকান্দি-তিতাসের ভোটারা। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর কাছে দাউদকান্দি-তিতাসের সক্রিয় চিহ্নিত সন্ত্রাসীদের নাম উল্লেখ করে তাদের আইনের আওতায় আনতে লিখিত অভিযোগ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. আবদুল মান্নান।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান (ঈগল মার্কা) নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। নাঈম হাসানের নেতৃত্বে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন এবং তিতাস উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। নির্বাচনে দুই উপজেলা চেয়ারম্যানসহ তাদের সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সাধারণ ভোটাররা। 

অভিযোগ পত্রে দাউদাকান্দি উপজেলার জুরানপুর গ্রামের মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌরসভা তারিকুল ইসলাম নয়ন, গোয়ালমারী ইউনিয়ন মো. সোহেল, দোনারচর ফারুক খন্দকার, ডালিম খন্দকার, সব্জিকান্দি দিলবাহার, মো. রুবেল, রাকেশ, পদুয়া ইউনিয়ন মীর ইকবাল, সুন্দলপুর ইউনিয়ন শামিম ড্রাইভার, জাহাঙ্গীর, পিপাইয়াকান্দি কামাল, লুৎফুল খান পাশা, দাউদকান্দি পৌরসভার নিক্সন, দোনারচর গ্রামের কাইয়ুম, শুভ সরকার, শাহিন সরকার, সবজিকান্দি গ্রামের মো. মোহসীন। তিাতস উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, কলাকান্দি গ্রামের ইউসুফ চিশতী, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরনবী, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকির, মাদক সম্রাট ও চিহ্নিত সন্ত্রাসী আকালিয়া গ্রামের মো. আরিফ হোসেন, বাতাকান্দি গ্রামের মাদক সম্রাট ও চিহ্নিত সন্ত্রাসী মো. পরশ, কড়িকান্দি গ্রামের জামাত ও চিহ্নিত সন্ত্রাসী মো. ছবির হোসেন, মো. মোশারফ হোসেন, গাজীপুর গ্রামের মাদক সন্ত্রাস ও চিহ্নিত সন্ত্রাসী মোঃ রাশেদ ফরাজী, কাপাশকান্দি গ্রামের মো. আমির হোসেন, গাজীপুর গ্রামের মো. আরিফ খান, কড়িকান্দি গ্রামের গাজী মোঃ সোহেল রানা, শ্রী নারায়নকান্দি (উত্তর) গ্রামের মো. কাজল মেম্বার, গাজীপুর (মাজারবাড়ী) গ্রামের মো. নাজিরুল ইসলাম মামুন, কলাকান্দি (দাক্ষিনপাড়া) গ্রামের মো. সজিব ভুঁইয়া, কলাকান্দি (দিক্ষিনপাড়া) গ্রামের মো. কাউছার আহম্মেদ ভুঁইয়া, কাড়িকান্দি গ্রামের মো. আরিফ ভুঁইয়া। এরা সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবেই এলাকায় পরিচিত। আর এসব সন্ত্রাসীরাই এবার ঈগল প্রতিকের পক্ষে মাঠে নেমেছে। এদের এখনি আইনের আওতায় না আনতে পারলে সুষ্ঠু ও শান্তি প্রিয় নির্বাচন নাও হতে পারে।

সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোয়েব বলেন, চিহ্নিত এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App