মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কৃষক আহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০১:০০ পিএম

মেহেরপুরে আমবাগানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সোহানুর রহমান সোহান (৩৫) নামের এক কৃষক আহত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় সদর উপজেলার শোলমারী গ্রামের ঈদগাহ পাড়ার হয়জদ্দিনের আম বাগানে এ ঘটনা ঘটে।
পরে বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে এলাকাবাসী এসে আহত সোহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয় আরিফ নামের এক কৃষক জানান, প্রতিদিনের ন্যায় আজকেও সোহান তার কৃষি জমিতে যাচ্ছিল। যাওয়ার পথে হয়জদ্দিনের আম বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় গাছে নিচে থাকা দড়ি বাঁধা প্লাস্টিকের ব্যাগে পা পড়ে। এসময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ সুপার নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত সাপেক্ষে ঘটনার কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সেখানে চলে মাদকের রমরমা বাণিজ্য।